মেসির ভূমিকায় তারেক রহমান, গোল এবার হবেই: দুলু
সরকার বিএনপির সঙ্গে ডিফেন্সিভ খেলছে। যখন যে দল গোল খায়, সেই দল কিন্তু গোলবারের সামনে দাঁড়ায়, প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে গোল না হয়। কিন্তু আর উপায় নেই, কারণ তারেক রহমান মেসির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গোল এবার হবেই হবে। যতই আওয়ামী লীগ গোলবারে প্রোটেকশন দেন, কোনো লাভ হবে না...