Ajker Patrika

রংপুরে আখখেত থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৩, ১৯: ১৮
রংপুরে আখখেত থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

রংপুরের সদর উপজেলা থেকে শাহিনুর ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদরের পাগলাপীর মডেল মসজিদের পাশের আখখেত থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

শাহিনুর সদর উপজেলার হরিদেবপুর গোকুলপুর গ্রামের শাহ আলমের ছেলে। পাগলাপীর নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র ছিল সে।

লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সন্দেহভাজন সাতজনকে আটক করে থানায় নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সদর কোতোয়ালি থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুর আলম।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক শাহিনুর জানান, গতকাল সোমবার রাত থেকে শাহিনুর মাদ্রাসা থেকে নিখোঁজ ছিল। রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। স্থানীয় লোকজন সকালে ওই ছাত্রের লাশ আখখেতের পাশে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওই ঘটনায় কোতোয়ালি থানায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পরিদর্শক শাহিনুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত