এক টাকায় ঈদবাজার পেল ২৫০ পরিবার
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধায় বসেছিল ঈদবাজার। এই বাজারে শুধু ক্রেতা হিসেবে ছিলেন অসহায় দরিদ্র মানুষেরা। তাঁদের জন্য ছিল ঈদ অফার। এই অফারে মাত্র ১ টাকার বিনিময়ে ২৫০টি পরিবার কেনে চাল-ডাল, সেমাই, মুরগিসহ ২০ ধরনের নিত্যপণ্য।