Ajker Patrika

বদ্ধ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, কাঁদছিল শিশু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে শোয়ার ঘরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। পাশে কাঁদছিল তাঁর দুই বছর বয়সী সন্তান। আজ শুক্রবার সকালে শিবনগর ইউনিয়নের চক্কবীর মীরপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রিফা আক্তার (২২)। তিনি ওই গ্রামের সৈয়দ পলাশ আলমের স্ত্রী। পলাশ কাজের সুবাদে চট্টগ্রামে থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সেহরির পর সবাই ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে বদ্ধ ঘর থেকে রিফার বাচ্চার কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন তাঁর শাশুড়ি। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নিহতের শ্বশুর সৈয়দ তরিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বউসহ কুমিল্লায় থাকে। ছোট ছেলে সৈয়দ পলাশ আলম কাজের সুবাদে চট্টগ্রামে থাকে। বাড়িতে আমার স্ত্রী, আমি, ছোট ছেলের বউ আর দুই বছরের নাতি বসবাস করি। ছেলের বউ ভোররাতে সবাইকে সেহরির জন্য ডেকে দেয়। আমরা সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অধিকতর তদন্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত