গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়াল ৫৭৫০০
নিরীহ মানুষ, বিধ্বস্ত শহর, আর থেমে না-থাকা মৃত্যু—গাজা যেন এক জীবন্ত বধ্যভূমি। যেখানে হন্তারকের ভূমিকায় ইসরায়েল। দেশটি গণহত্যামূলক আগ্রাসনে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি। এটি কেবলই পরিসংখ্যান নয়—এদের অনেকেই ছিল শিশু, মা, বৃদ্ধ, কিংবা জীবন