হামাসের হামলার পর বয়ফ্রেন্ড বেঁচে ফিরবেন, ভাবতে পারেননি থাই তরুণী কিতিয়া
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পরও ব্রয়ফ্রেন্ড বেঁচে আছেন, তা ভাবতে পারেননি থাইল্যান্ডের তরুণী কিতিয়া থিউংসিয়াং। তাঁর আশঙ্কা ছিল, হামলায় হয়তো তিনি প্রাণ হারিয়েছেন। কিন্তু তাঁর আশঙ্কাকে ভুল প্রমাণিত করে ফিরে এসেছেন উইচাই কালাপাত।