যানজটে নাকাল নগরবাসী
গাজীপুর মহানগরীর যন্ত্রণার নাম যানজট। মহানগরীর বিভিন্ন অভ্যন্তরীণ রুটে অবাধে চলছে রিকশা, অটোরিকশা, তাকওয়া পরিবহনের প্রায় ৩০০ গাড়ি। ভাঙাচোরা ও সরু এসব সড়কে বিপুল যানবাহনের চাপে অতিষ্ঠ মহানগরবাসী। মহানগর পুলিশ যানজট নিরসনে কাজ করলেও এর সুফল মিলছে না নগরবাসীর ভাগ্যে। ফলে এ শহরে যানজট নিত্যদিনের সঙ্গী।