Ajker Patrika

তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪: ৫৮
তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। আর এতেই থেমে গেছে রাজধানীর সড়ক। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারছে না মানুষ। আবার অনেকে গন্তব্যে পৌঁছাতে গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেছে।

যাত্রীদের মতো গাড়ি ছেড়ে হাঁটার সুযোগ নেই গাবতলী সার্ভিস পরিবহনের শ্রমিক হারুনের। দুপুর ১২টার দিকে ফার্মগেটের সিগন্যালে বসে কথা হয় তাঁর সঙ্গে। চোখে-মুখে বিরক্তি প্রকাশ করে হারুন বলেন, ‘সকাল ৭টায় যাত্রাবাড়ী থেকে গাড়ি নিয়ে বের হয়েছি। গাবতলী হয়ে মাত্র ফার্মগেট এলাম। প্রতিদিন এই সময়ে দুই থেকে তিন ট্রিপ দিতে পারি। কিন্তু আজ এক ট্রিপও হলো না। ঢাকার সব রাস্তায় জ্যাম। আইজ মনে হয় বেতন ছাড়াই বাড়ি যাইতে হবে।’

একই গাড়ির যাত্রী রুবেল ইসলাম। রংপুর থেকে সকালে ঢাকায় এসেছেন। গুলিস্তানে যাওয়ার জন্য বাসে উঠেছেন। কিন্তু রাস্তায় তীব্র যানজটের কবলে পরে অস্বস্তিতে আছেন। জানালেন, গরম সহ্য করতে পারেন না। তাই যানজেটর মধ্যে বসে থাকতে তাঁর কষ্ট হচ্ছে। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে আছেন।

বেশি বিপদে পড়েছে দূরের যাত্রীরা। তারা চাইলেও হেঁটে যেতে পারছে না। স্বল্প দূরত্বের অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে। তেমনই একজন শাহজাহান মিয়া। জানালেন আমিনবাজার থেকে কারওয়ান বাজারে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। গাবতলীতে আসার পরে যানজটের কবলে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে বসে থাকার পরে হাঁটা শুরু করেছেন। পায়ে হেঁটে এবং কয়েকটি বাস বদলে ফার্মগেটে আসতে তাঁর দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে।

মোহাম্মদপুর থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন শাওন। জানালেন, অন্যান্য দিনে আধা ঘণ্টায় ফার্মগেট চলে আসেন। কিন্তু আজ আসাদগেটেই বসেছিলেন ৪০ মিনিট। বাধ্য হয়ে হেঁটে ফার্মগেটে এসেছেন।

সকাল থেকে দীর্ঘ যানজট বলে জানান ফার্মগেটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্যরা। তাঁরা জানান, অনেক দিন পর স্কুল-কলেজ একসঙ্গে খোলার কারণে যানজট আজকে একটু বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত