খননের পরও ব্রহ্মপুত্রে চর
ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদ খননের দুই বছর পার হলেও নাব্যতা ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। নদের মূল ভূখণ্ড-নির্ধারণ না হওয়া, অবৈধ দখলদার বৃদ্ধি এবং কারখানা, নাগরিক ও প্লাস্টিক বর্জ্যে নদের জীববৈচিত্র্যও হুমকিতে রয়েছে বলে দাবি তাঁদের।