Ajker Patrika

ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৬
ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

'পথের ধারে স্বজন থাকে' স্লোগানে ময়মনসিংহে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আর্ন এন্ড লিভ নামে একটি সংগঠন। গতকাল শনিবার রাতে নগরীর গাঙ্গিনারপাড়, রেলওয়ে স্টেশন, ব্রিজ মোড় ও ঢাকা বাইপাস এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি, মনির উদ্দিন ফকির ও ওই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ শেষে ফরিদা ইয়াসমিন জেসি বলেন, পথের মানুষের জন্য আর্ন এন্ড লিভের একটি প্রজেক্ট 'পথের ধারে স্বজন থাকে'। এর মাধ্যমে এই শীতে যারা রাস্তার পাশে রাত্রিযাপন করেন তাঁদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। 

সংগঠনের সদস্য মনির উদ্দিন ফকির বলেন, আমরা ফ্রেন্ডস অফ আর্ন এন্ড লিভ সংগঠনের হয়ে অসহায় দুস্থ প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে যাচ্ছি। মানুষের জন্য এভাবে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। 

নগরীর রেলওয়ে স্টেশনে বসবাস করা আব্দুর রশীদ নামে এক বৃদ্ধ শীতবস্ত্র পেয়ে বলেন, প্রতিদিন রাতের বেলায় শীতে খুব কষ্ট হয়। ফরিদা আপা আমাকে একটা কম্বল দিয়েছেন। এখন থেকে রাতে শান্তিতে ঘুমাতে পারব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত