হেঁটে হেঁটে সান্দাকফু
শান্ত নামের আড়ালে যে ভীষণ ‘অশান্ত’ একটি মানুষ লুকিয়ে আছে, প্রথম দেখায় তা বোঝা যাবে না। কিন্তু যখন আলাপ শুরু করবেন, ধীরে ধীরে যখন তাঁর সঙ্গে সখ্য গড়ে উঠবে, বুঝবেন তিনি এক দারুণ রোমাঞ্চপ্রিয় মানুষ। নইলে কি আর কেউ হেঁটে সান্দাকফু চলে যায়!