এক পরাশক্তির আভিজাত্যের পতন
‘এল বার্সা দিমাইত দি লা এলিত’—স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘দিয়ারিও এএসের প্রধান খবরের শিরোনাম। যেটার বাংলা অর্থ এক ফুটবল পরাশক্তির পতন। কতটা দুঃখ ভারাক্রান্ত হয়ে পত্রিকাটি শিরোনাম দিয়েছে, কে জানে! তবে শিরোনামটি বার্সেলোনা সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে, সেটি না বললেও চলে।