Ajker Patrika

ফার্গি দেখলেন ‘ফার্গি টাইমে’ রোনালদোর জাদু

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪০
ফার্গি দেখলেন ‘ফার্গি টাইমে’ রোনালদোর জাদু

শেষ বাঁশি বাজার অপেক্ষা তখন। পয়েন্টে ভাগাভাগির জন্য প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল। কিন্তু ডাগআউটে না থাকলেও গ্যালারিতে যে ঠিকই ছিলেন স্যার আলেক্স ফার্গুসন। আর মাঠে ছিলেন তাঁর প্রিয় শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো। যোগাযোগটা যেন তাই টেলিপ্যাথিতেই হলো। 

ম্যাচজুড়ে অনুজ্জ্বল রোনালদো জ্বলে উঠলেন শেষ মুহূর্তের ফার্গি টাইমে। তাঁর গোলেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। 

রোনালদোর গোলের পর এ সময় ক্যামেরার চোখও তাৎক্ষণিকভাবে খুঁজে নেয় স্যার ফার্গিকে। উচ্ছ্বসিত ফার্গি তখন দাঁড়িয়ে তালি দিতে দিতে অভিনন্দিত করছিলেন রোনালদোকে। হয়তো ফার্গির এ সময় অতীতের কথাও মনে পড়ছিল। যখন এ রকম ফার্গি টাইমে ম্যানইউ নিয়মিত গোল করে ম্যাচ বের করে নিত। 

রোনালদোর এই গোলের পর জেগে ওঠে গোটা ওল্ড ট্রাফোর্ড। জার্সি খুলে উদযাপনে যোগ দেন রোনালদোও। সেই সঙ্গে বাকি দলগুলোকেও যেন বার্তা দিয়ে রাখলেন সিআর সেভেন। 

এদিন ওল্ড ট্রাফোর্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি স্প্রিন্টার ও ম্যানইউ সমর্থক উসাইন বোল্ট। জানা গেছে, রোনালদোকে ফিরিয়ে আনায় স্যার আলেক্স ফার্গুসনকে ধন্যবাদও দিয়েছেন তিনি। 

ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে ম্যানইউ তারকা ব্রুনো ফার্নান্দেজ বলেন, ‘আমার মাঝে এই অনুভূতি ছিল যে, আমরা জিততে পারব। যখন তারা গোল করল, আমার মনে হচ্ছিল আমরা ঘুরে দাঁড়াতে পারব। অ্যালেক্সের গোলের পর দর্শকদের সমর্থন ছিল অবিশ্বাস্য। দি হিয়া দারুণ কিছু গোল বাঁচিয়েছে। আর শেষে রোনালদো আবার আমাদের জিততে সাহায্য করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত