Ajker Patrika

‘গডফাদার’ কোচকে রোনালদোদের জয় উপহার

‘গডফাদার’ কোচকে রোনালদোদের জয় উপহার

জয় দিয়ে রালফ রাংনিকের অধীনে নতুন যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেগেনপ্রেসিংয়ের গডফাদার খ্যাত এই কোচের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যানইউর জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের কাছ থেকে। 
 
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানইউ। রাংনিকের প্রেসিং করে খেলানোর চিরায়ত যে কৌশল তাও দেখা গেছে ম্যানইউর খেলায়। বল দখল ও আক্রমণ সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছে তারা। ৬২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় ‘রেড ডেভিল’রা। তবে ফিনিশিংয়ে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ম্যানইউ। যে কারণে দাপট দেখিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি। 

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল। এ সময় ম্যানইউকে বেশ চাপেও রাখে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ক্রিস্টালও। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ভুল করেননি ফ্রেড। সম্মিলিত এক আক্রমণ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা। 

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরেকটু ভালো করে নিল ম্যানইউ। ১৫ ম্যাচ শেষে ৬ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট এখন ২৪। 

একই রাতে জয় পেয়েছে টটেনহাম হটস্পার্সও। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা। টটেনহামের জয়ে গোল করেছেন লুকাস মউরা, ডেভিডসন সানচেজ ও সন হিউং-মিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত