Ajker Patrika

ম্যানইউর জয়ে সেই রোনালদোই রাজা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ৩৯
ম্যানইউর জয়ে সেই রোনালদোই রাজা

ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম লেগে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচকেই যেন গতকাল রাতে আবার ভিয়ারিয়ালের মাঠে ফিরিয়ে আনলেন রোনালদো। আরও একবার শেষ মুহূর্তে জ্বলে উঠে ম্যানইউকে জয়ের পথ দেখিয়ে দিয়েছেন রোনালদো। রোনালদোর জ্বলে ওঠার রাতে ম্যানইউর জয় ২-০ গোলে। এই জয়ে নকআউটের টিকিটও পেল রেড ডেভিলরা। এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল পেলেন ‘সিআর সেভেন’। সব মিলিয়ে পাঁচ ম্যাচে রোনালদো গোল করেছেন ৬টা। 

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত গোল পায়নি কোনো দল। এর পরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন রোনালদো। তাঁর গোলেই প্রতিপক্ষের মাঠে এগিয়ে যায় ম্যানইউ। এরপর ম্যাচের ৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাদোন সানচো। এ ২ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ওল্ড ট্রাফোর্ডের দলটি। 

ম্যাচে অবশ্য ম্যানইউকে শুরু থেকেই চ্যালেঞ্জে ফেলেছিল ভিয়ারিয়াল। বল দখল ও আক্রমণেও প্রতিপক্ষের চেয়ে বেশ ভালোভাবে এগিয়ে ছিল তারা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি। বেশি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে এই জয়ে সাম্প্রতিক ধাক্কাও কিছুটা ভুলে থাকার সুযোগ পেল ম্যানইউ। ব্যর্থতার দায়ে কদিন আগেই বরখাস্ত হয়েছেন কোচ ওলে গুনার সুলশার। 

জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোনালদো বলেন, ‘স্পেনে খেলা সব সময় দারুণ ব্যাপার। এখানে জেতাটা আনন্দের। এখানে গোল করা তৃপ্তির। এই দেশ সব সময় বিশেষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত