অন্যথা হলে কী করব, সে বিষয়ে কর্মপন্থা স্থির করেছি
এমন কোনো দৃশ্য বা সংলাপ নেই। কারণ, সেন্সর বোর্ড ২০১৯-এর ৯ জানুয়ারি প্রথম যখন সিনেমা দেখল, উচ্ছ্বসিত প্রশংসা করে বলল, ‘খুব ভালো সিনেমা হয়েছে, আমরা দ্রুতই এর সেন্সর ছাড়পত্র দিয়ে দিচ্ছি।’ এরপর কার বা কাদের চাপে পড়ে তারা দ্বিতীয়বার সিনেমাটা দেখল এবং আমাদের অদ্ভুত একটি চিঠি দিল। সেই চিঠিতে