নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুজনই বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ। ২০১০ সালে ঘর বাঁধেন তাঁরা। এ বছরের ৫ জানুয়ারি তাঁদের সংসারে আসে নতুন অতিথি। মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে দারুণ কাটছে তাঁদের দিনগুলো। এরই মধ্যে আজ (১৬ জুলাই) এক যুগ পূর্ণ হলো ফারুকী-তিশার বৈবাহিক সম্পর্কের।
এত দিন মেয়ে ইলহামের কোনো ছবি প্রকাশ্যে আনেননি এ জনপ্রিয় দম্পতি। বিভিন্ন সময়ে ফারুকী কিংবা তিশা সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও আড়ালেই রেখেছিলেন ইলহামকে। অবশেষে বিয়ের এক যুগ পূর্তিতে আড়াল ভাঙলেন তাঁরা। প্রকাশ করলেন মেয়ের ছবি।
শনিবার নিজেদের ফেসবুক ওয়ালে আলাদা ক্যাপশনে তিনটি ছবি পোস্ট করেছেন ফারুকী ও তিশা। ফারুকী লিখেছেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের ১২ বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো জুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।’
ফারুকী আরও লেখেন, ‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে।
আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
আর তিশা লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুজনই বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ। ২০১০ সালে ঘর বাঁধেন তাঁরা। এ বছরের ৫ জানুয়ারি তাঁদের সংসারে আসে নতুন অতিথি। মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে দারুণ কাটছে তাঁদের দিনগুলো। এরই মধ্যে আজ (১৬ জুলাই) এক যুগ পূর্ণ হলো ফারুকী-তিশার বৈবাহিক সম্পর্কের।
এত দিন মেয়ে ইলহামের কোনো ছবি প্রকাশ্যে আনেননি এ জনপ্রিয় দম্পতি। বিভিন্ন সময়ে ফারুকী কিংবা তিশা সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও আড়ালেই রেখেছিলেন ইলহামকে। অবশেষে বিয়ের এক যুগ পূর্তিতে আড়াল ভাঙলেন তাঁরা। প্রকাশ করলেন মেয়ের ছবি।
শনিবার নিজেদের ফেসবুক ওয়ালে আলাদা ক্যাপশনে তিনটি ছবি পোস্ট করেছেন ফারুকী ও তিশা। ফারুকী লিখেছেন, ‘এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর হয়ে থাকবে। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম। আবার এই বছরেই চলে গেলেন আমার বাবা। আর এই বছরই আমাদের বিয়ের ১২ বছর পূর্তি হলো। আমাদের মনের অবস্থাটা কী, এটা বোঝানোর মতো জুতসই শব্দ খুঁজতেছিলাম। পাই নাই।’
ফারুকী আরও লেখেন, ‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে।
আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ওর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ওর জন্য দোয়া করবেন।’
আর তিশা লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৪৪ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে