চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তির অনুমতি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আজ সিনেমাটি নিয়ে সেন্সর আপিল বোর্ডের শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।
তবে মুক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে আপিল বোর্ড। শ্যামল দত্ত বলেন, ‘শনিবার বিকেলের আপিল বোর্ডের শুনানি হয়েছে। আমরা রিলিজ করে দিয়েছি সিনেমাটি। কোনো দৃশ্য সংযোজন বা পরিমার্জন করারও প্রয়োজন নেই। তবে সিনেমার শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে—এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়। পরিচালক সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবেন তারপর উনি উনার মতো করে তারিখ দিয়ে ছবিটি মুক্তি দেবেন।’
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন সিনেমাটি। গত বছরের শেষদিক থেকেই সিনেমাটি সেন্সর নিয়ে সরব হন ফারুকী। সিনেমা-সংশ্লিষ্টরাও তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন। অবশেষে সিনেমাটি নিয়ে সুখবর পেলেন তাঁরা। এমন খবর পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী।
‘শনিবার বিকেল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ।
চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তির অনুমতি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আজ সিনেমাটি নিয়ে সেন্সর আপিল বোর্ডের শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর আপিল কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শ্যামল দত্ত।
তবে মুক্তির জন্য শর্ত জুড়ে দিয়েছে আপিল বোর্ড। শ্যামল দত্ত বলেন, ‘শনিবার বিকেলের আপিল বোর্ডের শুনানি হয়েছে। আমরা রিলিজ করে দিয়েছি সিনেমাটি। কোনো দৃশ্য সংযোজন বা পরিমার্জন করারও প্রয়োজন নেই। তবে সিনেমার শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে—এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়। পরিচালক সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবেন তারপর উনি উনার মতো করে তারিখ দিয়ে ছবিটি মুক্তি দেবেন।’
মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ কাজ শেষ হয় ২০১৯ সালে। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন সিনেমাটি। গত বছরের শেষদিক থেকেই সিনেমাটি সেন্সর নিয়ে সরব হন ফারুকী। সিনেমা-সংশ্লিষ্টরাও তাঁর সঙ্গে একমত প্রকাশ করেন। অবশেষে সিনেমাটি নিয়ে সুখবর পেলেন তাঁরা। এমন খবর পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী।
‘শনিবার বিকেল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি প্রমুখ।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে