অরক্ষিত ইলিশের খনি
রুপালি ইলিশের খনি হিসেবে পরিচিত বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ। ষষ্ঠ অভয়াশ্রম গড়ে উঠেছে মূলত এ অঞ্চল নিয়েই। মেঘনাসহ গজারিয়া, তেঁতুলিয়া, মাসকাটা, কালাবদর নদীও এখানে। ডিম ছাড়তে তাই এসব নদীতেই সবচেয়ে বেশি বিচরণ মা ইলিশের; কিন্তু আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হতে যাওয়া ২২ দিনের নিষেধাজ্ঞায়ও অরক্ষিত থা