ভোলা প্রতিনিধি
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. জাহিদ (২২) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে দুই ভাই নিহত হন।
নিহত শিবলু বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী। শিবলু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে ভোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিবলু। জাহিদ ছিলের তাঁর মোটরসাইকেলের পেছনে। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাস্তা সংস্করণের কাজ চলছিল। দিনের বেলায় কাজ শেষে রাস্তার পাশে রোলার গাড়ি রাখা ছিল। এ সময় রোলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন। তাতে ঘটনাস্থলেই শিবলুর মৃত্যু হয়।
এ বিষয়ে ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শিবলু ব্যাপারী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মো. জাহিদ (২২) নামে মোটরসাইকেল আরোহী আরেক যুবক আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে দুই ভাই নিহত হন।
নিহত শিবলু বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে। আহত জিহাদ একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী। শিবলু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে ভোলা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিবলু। জাহিদ ছিলের তাঁর মোটরসাইকেলের পেছনে। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাস্তা সংস্করণের কাজ চলছিল। দিনের বেলায় কাজ শেষে রাস্তার পাশে রোলার গাড়ি রাখা ছিল। এ সময় রোলারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে তাঁরা গুরুতর আহত হন। তাতে ঘটনাস্থলেই শিবলুর মৃত্যু হয়।
এ বিষয়ে ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির সড়ক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। আটক ট্রলারটিকে গতকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়। এরপর গতকাল রাতেই ট্রলারসহ আটক ব্যক্তিদের মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়
২ মিনিট আগেজয়পুরহাটের কালাই উপজেলায় ‘এসো গড়ি সোনার বাংলা (AGSB)’ নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে ৫০ জন শিক্ষক-শিক্ষিকা তাঁদের জামানত ও বকেয়া বেতন আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা ৩টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রের ভুক্তভোগী
১৪ মিনিট আগেগত বছরের ৫ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দেন।
২৭ মিনিট আগেপাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন
১ ঘণ্টা আগে