তরুণীকে আটকে গণধর্ষণ: গ্রেপ্তার চার আসামি ফের ২ দিনের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় আটকে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে করা মামলায় চার আসামিকে ফের ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন- সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।