নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। রাইদা পরিবহনের চালক মাহমুদ হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদ হাসান।
বিকেলে চালককে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার ভোরে র্যাব-১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে মাহমুদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
এরও আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোটরসাইকেলকে চাপা দেয়ার ফলে গুরুতর আহত হন তিনি। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেন সিভিল অ্যাভিয়েশনের কনভেয়ার বেল্ট অপারেটর আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, জবানবন্দিতে বাস চালক মাহমুদ হাসান স্বীকার করেছেন, ‘এই বাসটি ছিল ফিটনেস বিহীন। তারও লাইসেন্স নেই।’
বাস চালক আরও বলেন, দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রাচীর ভেঙে গাড়ি ভেতরে ঢুকে যায়। রাস্তায় মোটরসাইকেল বাসের নিচে চাপা পড়ে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। রাইদা পরিবহনের চালক মাহমুদ হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।
আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদ হাসান।
বিকেলে চালককে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল শনিবার ভোরে র্যাব-১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে মাহমুদ হাসানকে গ্রেপ্তার করা হয়।
এরও আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোটরসাইকেলকে চাপা দেয়ার ফলে গুরুতর আহত হন তিনি। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেন সিভিল অ্যাভিয়েশনের কনভেয়ার বেল্ট অপারেটর আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, জবানবন্দিতে বাস চালক মাহমুদ হাসান স্বীকার করেছেন, ‘এই বাসটি ছিল ফিটনেস বিহীন। তারও লাইসেন্স নেই।’
বাস চালক আরও বলেন, দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রাচীর ভেঙে গাড়ি ভেতরে ঢুকে যায়। রাস্তায় মোটরসাইকেল বাসের নিচে চাপা পড়ে।
জমিসংক্রান্ত বিরোধের সমাধান করতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় সালিস করার কথা বলে আল-আমিনকে (২৮) ডেকে নেওয়ার পর তাঁকে সাজানো রাজনৈতিক মামলায় জেলে পাঠিয়েছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে এমন অভিযোগ করে অঝোরে কাঁদলেন আল-আমিনের মা আনারা
৩ মিনিট আগেচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছে বিপুল পরিমাণ প্লাটিনাম সিগারেট ও আমদানিনিষিদ্ধ ক্রিম পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোর ৬টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও এনএসআই দল। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্
৭ মিনিট আগেসিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে পৌরসভাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেবগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার অফিসে ডাকাতি হয়েছে। ডাকাত দল তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১৭ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে ডিউটিরত তিন নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরতলির সিল্কিবান্দা
১৯ মিনিট আগে