চুয়াডাঙ্গায় ভুট্টাখেতে বিষটোপ দিয়ে শেয়াল, গন্ধগোকুল হত্যা, থানায় জিডি
চুয়াডাঙ্গা সদরের দিননাথপুর গ্রামের মাঠে বিষটোপ দিয়ে সাতটি শেয়াল, একটি গন্ধগোকুল, একটি বেজি ও একটি পোষা কুকুর মারার ঘটনায় এক কৃষকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় এই জিডি করা হয়।