Ajker Patrika

আফতাবনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১০টার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুস সালামের বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন তিনি।

নিহতের ভাতিজা মো. সুজন জানান, তাঁর চাচা আব্দুস সালাম মেরুল বাড্ডায় ছেলের সঙ্গে থাকতেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ছেলের কাছে এসেছিলেন তিনি। পরে এখানে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। গতকাল সন্ধ্যার দিকে অটোরিকশা চালাতে বের হয়েছিলেন আব্দুস সালাম। রাত সাড়ে ১০টার দিকে আফতাবনগর এলাকায় তাঁর মরদেহ পাওয়ার খবর আসে। সেখানে গিয়ে রাস্তার পাশে চাচার মরদেহ পড়ে থাকতে দেখেন সুজন।

আফতাবনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে তাঁরা আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর, এন-ব্লক, ১৩ নম্বর অ্যাভিনিউয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের পকেটে থাকা মোবাইল ফোন থেকে স্বজনদের খবর দেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করে। তাঁর মাথায় আঘাত রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত