নিজ গ্রামে উপেক্ষিত সুরসম্রাট
ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের এক অনিবার্য নাম ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তিনি তাঁর দীর্ঘ সংগীতজীবনে তৈরি করেছেন হাজার হাজার শিষ্য। আন্তর্জাতিক অঙ্গনে অর্জন করেছেন অজস্র সম্মাননা, পুরস্কার, পদবি। ব্রিটিশ সরকার উপাধি দিয়েছিলেন ‘খাঁ সাহেব’ আর রানি এলিজাবেথের দেওয়া খেতাব ছিল ‘সুরসম্রাট’।