আবুতোরাব ট্র্যাজেডির এক যুগ আজ
২০১১ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৫ জন স্কুলশিক্ষার্থী। আজ এক যুগ পূর্তি হলো চট্টগ্রামের মিরসরাইয়ে আবুতোরাব ট্র্যাজেডির। শোকের আবরণে নানা কর্মসূচির মাধ্যমে সেই সব শিশু-কিশোরের স্মৃতি, অশ্রুসিক্ত চোখে স্মরণ করছেন স্বজনেরা...