Ajker Patrika

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গ্রেপ্তার ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গ্রেপ্তার ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

মিরসরাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা ও ভয়ে চার মাস ভুক্তভোগীর স্কুলে না যাওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগে সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর (২১), গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামছুদ্দিন প্রকাশ সালমান হোসেন (২০) ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন (২০)।

গতকাল রোববার ভুক্তভোগীকে স্কুলে দিয়ে ফেরার সময় তার মায়ের গতিরোধ করায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় আজকের পত্রিকার প্রিন্ট ভার্সনে ‘জামিনে বেরিয়ে আবার উত্ত্যক্ত ৪ তরুণ জেলে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঘাদিয়া ইউনিয়নের তিন ছাত্রলীগ নেতাকে স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ কারও ব্যক্তিগত অপরাধের দায়িত্ব নিবে না।’

গত ১২ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাধুরবাজার এলাকায় সবুজ (২১) ও শুভ (১৯) ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। ঘটনার দিন বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা।

অভিযোগের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করে। আরেকজন আদালতে আত্মসমর্পণ করে। পরে তারা জামিনে বেরিয়ে দলবল নিয়ে বাড়ির চালে ঢিল ছুড়ে এবং নানা ধরনের হুমকি দেয়। তাদের ভয়ে চার মাস স্কুলে যাওয়া বন্ধ থাকে ওই ছাত্রীর। এ ঘটনা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের কর্মকর্তার ছাত্রীর বাড়িতে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয় আবার স্কুলে যাওয়ার জন্য।

গতকাল রোববার মেয়েকে স্কুলে নিয়ে যায় তার মা। স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে সাধুর বাজার পুরোনো সিএনজি স্ট্যান্ডে মামলার ১ নম্বর ও ৫ নম্বর আসামিসহ অজ্ঞাত ৪ / ৫ জন পূর্বপরিকল্পিতভাবে তার মায়ের গতিরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছাত্রলীগের তিন নেতাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত