Ajker Patrika

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ২১
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদ ইকবাল চৌধুরীকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

তিনি উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর বাবাও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

আহতের ছোট ভাই আসিফ ইকবাল চৌধুরী বলেন, ‘রাতে ভাইয়া (জাহেদ চেয়ারম্যান) খৈইয়াছড়া ঝরনা এলাকায় তাঁর বাংলোতে একা ছিলেন। প্রায় সময় তিনি বাংলোতে থাকেন। সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। তিনি মাথায়, গলায়, চোখে ও পায়ে মারাত্মক জখম হন।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ভাইয়া সুস্থ হলে হামলার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাংলোতে কাজ করতে আসা নতুন দুজন শ্রমিকসহ অজ্ঞাত কয়েকজন মিলে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলা করেছে বলে জানান বাংলোর কেয়ারটেকার টিপু। থানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত