মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজোটের শরিক দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আওয়ামী লীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। গত রোববার চিঠিটি দেওয়া হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি প্রকাশ পায়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। এহেন কার্যকলাপের কারণে আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া আ.লীগ নেতা মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তার পর থেকে অভিমান করে দলীয় কোনো কর্মসূচিতে থাকি না। তবে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া কোনো চিঠি এখনো আমার কাছে আসেনি।
হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তাঁরা দলীয় কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ একমত পোষণ করেছে।’
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজোটের শরিক দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আওয়ামী লীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। গত রোববার চিঠিটি দেওয়া হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি প্রকাশ পায়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। এহেন কার্যকলাপের কারণে আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ বিষয়ে অব্যাহতি পাওয়া আ.লীগ নেতা মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তার পর থেকে অভিমান করে দলীয় কোনো কর্মসূচিতে থাকি না। তবে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া কোনো চিঠি এখনো আমার কাছে আসেনি।
হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তাঁরা দলীয় কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ একমত পোষণ করেছে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
১ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাবিল সরদারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও
২ ঘণ্টা আগে