Ajker Patrika

দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আ. লীগের ৩ জনকে অব্যাহতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১: ৩৫
দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আ. লীগের ৩ জনকে অব্যাহতি

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাজোটের শরিক দলের শীর্ষ নেতা দিলীপ বড়ুয়ার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আওয়ামী লীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাদেরুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। গত রোববার চিঠিটি দেওয়া হলেও আজ (মঙ্গলবার) বিষয়টি প্রকাশ পায়। 

অব্যাহতি পাওয়া নেতারা হলেন উপজেলার হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আলম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সাহাব উদ্দিন। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯ আগস্ট সাম্যবাদী দলের প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে আপনার সশরীরে উপস্থিতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী। ইতিপূর্বেও আপনার বিভিন্ন কার্যক্রম দলীয় ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন করেছে। এহেন কার্যকলাপের কারণে আপনাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

 এ বিষয়ে অব্যাহতি পাওয়া আ.লীগ নেতা মো. নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমরা গিয়াস উদ্দিনের (সাবেক উপজেলা চেয়ারম্যান) অনুসারী হওয়ার কারণে সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সমন্বয়কের দায়িত্ব দিয়ে পরে পদ পরিবর্তন করে সদস্য করা হয়। তার পর থেকে অভিমান করে দলীয় কোনো কর্মসূচিতে থাকি না। তবে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া কোনো চিঠি এখনো আমার কাছে আসেনি। 

হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাদেরুজ্জামান আজাদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে এই তিনজনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাম্যবাদী দলের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা ছাড়াও তাঁরা দলীয় কোনো কর্মসূচিতে থাকেন না। দলের মূল স্রোতের বাইরে গিয়ে কাজ করছেন, এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। 

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, নিশ্চয় অব্যাহতি পাওয়া নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ রয়েছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগ একমত পোষণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত