‘মুরুব্বি উঁহু’ বলে মাহমুদউল্লাহকে নিয়ে ট্রল
‘মুরুব্বি, মুরুব্বি; উহুঁ, উহুঁ’—সাম্প্রতিক সময়ে এই ভাইরাল সংলাপটি সামাজিক মাধ্যমে শোনেনি, মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ডায়ালগ এখন মানুষের মুখে মুখে। ট্রল সংস্কৃতির এই সময়ে মাহমুদউল্লাহ রিয়াদও নিস্তার পেলেন না এই সংলাপ থেকে।