Ajker Patrika

‘মুরুব্বি উঁহু’ বলে মাহমুদউল্লাহকে নিয়ে ট্রল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১৩: ৩৯
‘মুরুব্বি উঁহু’ বলে মাহমুদউল্লাহকে নিয়ে ট্রল

‘মুরুব্বি, মুরুব্বি; উহুঁ, উহুঁ’—সাম্প্রতিক সময়ে এই ভাইরাল সংলাপটি সামাজিক মাধ্যমে শোনেনি, মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ডায়ালগ এখন মানুষের মুখে মুখে। ট্রল সংস্কৃতির এই সময়ে মাহমুদউল্লাহ রিয়াদও নিস্তার পেলেন না এই সংলাপ থেকে। 

বাংলাদেশ ক্রিকেট দল তো বটে, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটেরও অন্যতম ’মুরুব্বি’ বা অভিজ্ঞ ক্রিকেটার এখন মাহমুদউল্লাহ। বয়স ৩৮। তাঁর বয়সী এখন অনেকে মাঠ ছেড়ে অবসর-জীবন কাটাচ্ছেন। 

বাংলাদেশের কথিত ‘পঞ্চপাণ্ডবের’ মধ্যে শুধু টি-টোয়েন্টি থেকে এখনো অবসর নেননি মাহমুদউল্লাহ। দীর্ঘ দিনের সতীর্থ সাকিব আল হাসান সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন ৷ মুশফিকুর রহিম, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন ২-৩ বছর আগে ৷ তবে মাহমুদউল্লাহ চালিয়ে যাচ্ছেন। ভারতের তারুণ্যনির্ভর দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি আছেন। 

তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের বিপক্ষে সিরিজ খেলে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদউল্লাহ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেনি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে।’ 

লম্বা সময় ধরে রানে নেই মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে নেটেও বোলারদের খেলতে হিমশিম খেয়েছেন। গতকাল গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও সেটি আরও প্রকট হয়ে দেখা গেল। অভিষিক্ত ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি তো পার করতে পারেননি, উল্টো ফিরেছেন ওয়াশিংটন সুন্দরের তালুবন্দী হয়ে। করেছেন ২ বলে ১ রান। যে সময় দলে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই উইকেটে আসা মাত্র এমন অধৈর্য শট নির্বাচন নিয়ে এখন সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহকে নিয়ে। আর সেই সমালোচনা এখন পৌঁছে গেছে ট্রলের পর্যায়ে। তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনদের ট্রল, ‘মুরুব্বি উঁহু’! সঙ্গে ড্রেসিংরুমে মাহমুদউল্লাহর মুখ খোলে ভ্যাঙানোর মতন এক ছবি দিয়েও লোকজন লিখছে, ‘মুরুব্বি উঁহু’! 

বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্যগাথা লেখা হয়েছে মাহমুদউল্লাহর ব্যাটে। হয়ে উঠেছেন ভক্ত-সমর্থকদের কাছে ক্রিকেটের ‘নীরব-ঘাতক’। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে তিনি ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখাতে পারছেন কই! শামীম পাটোয়ারীর মতো তরুণ ব্যাটারকে জায়গা না দিয়ে মাহমুদউল্লাহকে নিয়ে ভারত সফরে যাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শান্তকে। বাংলাদেশ অধিনায়ক এ নিয়ে জবাব দিয়েছিলেন এভাবে, ‘কার সঙ্গে কার তুলনা করছেন ভাই। জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি (মাহমুদউল্লাহ) অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তাঁর অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ। ভালো করছে। কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে, তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটার আমার কাছে কোনো বিষয় না।’ 

সাম্প্রতিক সময়ে রান না থাকুক, তবু শান্ত চাইবেন ভারত সিরিজে রানে ফিরুক মাহমুদউল্লাহ। এ সিরিজ যদি সত্যি শেষ হয়, তবে নিজের বিদায় স্মরণীয় ও রাঙিয়ে নেওয়ার কথা ভেবে রানে ফেরা দরকার তাঁর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত