খাঁচার ভেতর লড়াইয়ের চ্যালেঞ্জ ইলন মাস্কের, ঠিকানা পাঠাতে বললেন জাকারবার্গ
এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে। প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের একটি টুইটে এক ব্যক্তি জি জুৎসু প্রতিযোগিতায় জাকারবার্গের মেডেল পাওয়ার প্রসঙ্গ আনলে মাস্ক প্রতিউত্তর দেন—‘সে রাজি থাকলে তাঁর সঙ্গে খাঁচায় লড়ার জন্য আমি প্রস্তুত।’