Ajker Patrika

এক্স নিয়ে মস্করা করে জাকারবার্গ বললেন, মল্লযুদ্ধ নিয়ে তিনি বিচলিত নন

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১২: ৩৩
এক্স নিয়ে মস্করা করে জাকারবার্গ বললেন, মল্লযুদ্ধ নিয়ে তিনি বিচলিত নন

গত জুন মাস থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মল্লযুদ্ধ নিয়ে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক পরস্পরের সঙ্গে রসিকতা চালিয়ে যাচ্ছেন। গতকাল জাকারবার্গ বলেন, তিনি মল্লযুদ্ধ নিয়ে বিচলিত নন। বিট্রিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টুইটারের (এক্স) প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের তৈরি প্ল্যাটফর্ম থ্রেডের এক পোস্টে জাকারবার্গ জানান, তিনি মল্লযুদ্ধে নামতে এখনই প্রস্তুত। 

জাকারবার্গ মল্লযুদ্ধের জন্য ২৬ আগস্টকে বেছে নিয়েছেন। কিন্তু মাস্ক এ বিষয়ে কিছু জানাননি। মল্লযুদ্ধটি এক্স প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে বলে মাস্ক জানিয়েছেন। এ নিয়ে ঠাট্টা করে জাকারবার্গ বলেন, মানবহিতৈষী কাজে অর্থ সংগ্রহের জন্য এর চেয়ে ‘নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম’ ব্যবহার করা উচিত কি না।

এক্স প্ল্যাটফর্মে সরাসরি মল্লযুদ্ধ দেখানোর বিষয়টি দুজনের সম্মতিতে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে একজনের প্রশ্নের উত্তরে জাকারবার্গ বলেন, এটা আসলে তহবিল সংগ্রহের উদ্যোগ। এ কথার মধ্য দিয়ে জাকারবার্গ ২০১৮ সালে টেসলা অধিগ্রহণের সময় মাস্ককে যে ২০০ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল, সেদিকে ইঙ্গিত করেন বলে অনেকে মনে করছেন।

গত রোববার সকালে মাস্ক বলেন, মল্লযুদ্ধ থেকে পাওয়া সমস্ত আয় দাতব্য প্রতিষ্ঠানে যাবে। 

এর আগে মাস্ক এক্সে এসে বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সারা দিন তিনি ভারোত্তোলন করছেন। সময় না পাওয়ায় তিনি ব্যায়ামের সরঞ্জাম অফিসেও নিয়ে এসেছেন। এক্স প্ল্যাটফর্মে এক ভিডিওতে মাস্ককে ভারোত্তোলন করতেও দেখা যায়।
 
এক্স প্ল্যাটফর্মের এক ব্যবহারকারীর ‘মল্লযুদ্ধ’ নিয়ে প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের চেয়েও সভ্য। আর মানুষ যুদ্ধ পছন্দ করে।’

জুন মাসে জাকারবার্গকে ‘কেজ ফাইট’ বা মল্লযুদ্ধে আহ্বান করেন মাস্ক। জাকারবার্গ তাঁকে মল্লযুদ্ধের ঠিকানা পাঠাতে বলেন। মাস্ক ‘ভেগাস অক্টাগনে’ লড়বেন বলে জানান। 

অক্টোবরে ঠাট্টা করে মাস্ক বলেন, ‘আমার লড়াইয়ের জন্য “দ্য ওয়ালরিস” নামের কৌশল আছে। যেখানে আমি প্রতিদ্বন্দ্বীর ওপর শুয়ে পড়ি এবং আর কিছু করি না।’ তিনি বলেন, তিনি কখনো ব্যায়াম করেন না, শুধু বাচ্চাদের নিয়ে ছোড়াছুড়ি করেন। 

অপরদিকে জাকারবার্গ জুজুৎসুতে (জাপানের মার্শাল আর্ট) গত মাসে সোনা ও রূপার মেডেল জিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত