প্রেসিডেনশিয়াল বিতর্ক: কমলায় কুপোকাত ট্রাম্প
দেড় ঘণ্টার এ বিতর্কে দুজনই কথার লড়াইয়ে মেতে ওঠেন। যুক্তি উপস্থাপন, পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। আলোচনা চলে অভিবাসন, গর্ভপাত, গাজা যুদ্ধ নিয়ে। এই বিতর্কের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমই বলে, বিতর্কে আসলে কমলাই জিতেছেন