শাহ মখদুম মেডিকেল কলেজ: নিবন্ধন না পেয়ে ছাড়পত্র চাওয়ায় শিক্ষার্থীদের মারধর
আহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, ‘আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, “আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।” এই এনওসিতে তিনি...