টুইটকারীদের তথ্য পেতে চায় সরকার
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের নাম টুইটার) বাংলাদেশিদের রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ে টুইট বা মন্তব্য বেড়ে যাওয়ায় অ্যাকাউন্টধারী ব্যক্তিদের তথ্য পাওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের দাবি, ফেসবুকের মতো টুইটারেও বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচার ও গুজব ছড়ানোয় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।