যাঁর আলোয় আলোকিত ধরা
আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে হেদায়াতের বার্তা পৌঁছে দিতে যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে, ‘আর স্মরণ করো, যখন তোমার রব আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের জন্য সাক্ষী বানালেন এই মর্মে যে—আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই! আমরা সাক্