নওগাঁয় পৃথক ঘটনায় মিলল দুজনের লাশ
নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল হোসেন (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের রায়হান আলী (২৫।