Ajker Patrika

গলির তারে ঝুলছিল কিশোরীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮: ৩৭
ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

সিলেট নগরের শেখঘাট এলাকায় লাবিবা নামের এক কিশোরীর (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে বাসার পাশের গলির একটি তারে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। লাবিবা নগর পুলিশের কোতোয়ালি থানা এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোন দেখা নিয়ে প্রায়ই লাবিবাকে তার মা শাসন করতেন। শনিবার রাতেও শাসন করা হলে অভিমানে লাবিবা ঘর থেকে বের হয়ে যায়। দুই-তিন ঘণ্টা ধরে লাবিবার কোনো সাড়া না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে রোববার ভোরে বাসার পাশের গলির এক কোনায় তারে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাবিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকা'কে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত