মোদির মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে চন্দ্রবাবু নাইডুর দলের ৩ নেতার
টিডিপির আরও দুই নেতা জায়গা পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে। তাঁরা হলেন গুন্টুর থেকে পেমমাসানি চন্দ্রশেখর এবং নেলোরের ভেমিরেডি প্রভাকর রেড্ডি। টিডিপির সেই নেতা বলেন, এনআরআই বিনিয়োগকারীদের সঙ্গে দারুণ সংযোগ রয়েছে চন্দ্রশেখরের। অন্যদিকে, প্রভাকর রেড্ডি করপোরেট সার্কেলে একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা