মা ক্যান্ডি খেতে দেয় না—অভিযোগ নিয়ে থানায় শিশু
ওই শিশুর নাম সাদ্দাম। বয়স সবে তিন বছর। ভিডিওতে দেখা যায়, বুরহানপুরের দেড়তলাই থানায় এক উপপরিদর্শকের (এসআই) কাছে সে তার অভিযোগ বর্ণনা করছে। এসআই প্রিয়াঙ্কা নায়েককে সে বলে, ‘আম্মি আমার মিষ্টি চুরি করেছে, তাকে জেলে দিন।’