অনলাইন ডেস্ক
মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’
রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে।
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’
রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’
রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে।
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’
রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪