Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে, ফাঁসি চাইলেন বাবা

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩২
Thumbnail image

মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’ 

রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে। 
 
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’ 

রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’ 
 
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত