মানুষ রাগের বশবর্তী হলে কী না করে! সম্প্রতি এক ব্যক্তি তাঁর কন্যার স্কুলশিক্ষকের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার। অভিযুক্ত ব্যক্তির নাম জগন্নাথ সাহু এবং ভুক্তভোগী শিক্ষকের নাম মহেন্দ্র সিং। ঘটনার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।
সাগুর পরিবারের সদস্যদের দাবি, গত শুক্রবার জগন্নাথ সাহু জানতে পারেন, তাঁর কন্যার স্কুলের শিক্ষক কন্যাকে বেশ মারধর করেছেন এবং তাকে দিয়ে স্কুলের আঙিনা পরিষ্কার করিয়ে নিয়েছেন। এদিকে সাহুর পরিবার সাহুর মুক্তির দাবিতে অনশনে বসেছে এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সাহুর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে গেলে তাকে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করতে বলেন মহেন্দ্র সিং। কিন্তু তা করতে অস্বীকার করায় সাহুর মেয়েকে মারধর করেন মহেন্দ্র। পরে বিষয়টি বাড়িতে গিয়ে সাহুকে জানালে তিনি রাগে ফেটে পড়েন এবং তক্ষুনি স্কুলে গিয়ে মহেন্দ্র সিংয়ের সঙ্গে মুখোমুখি বাদানুবাদে জড়িয়ে পড়েন। খুব দ্রুতই তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে সাহু মহেন্দ্রর ডান হাতের অনামিকার অগ্রভাগ কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে ছিঁড়ে ফেলা অগ্রভাগ মেঝেতে ফেলে দিয়ে সাহু পালিয়ে যান।
ঘটনার পরপরই সিং পুলিশের কাছে মামলা দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সাহু মাঝেমধ্যেই স্কুলে গিয়ে হট্টগোল করতেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন সাহু মাতাল ছিলেন এবং দ্রুত গিয়ে তাঁর আঙুল কামড়ে ছিঁড়ে নেন।
রেওয়ার কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় সিং পরিহার বলেছেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিচ্ছিন্ন আঙুল আদালতে পেশ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে সাহুকে জেলে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তবে সাহুর পরিবার দাবি করেছিল, ওই শিক্ষক তাদের মেয়েকে মেরেছেন। কিন্তু চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষার পর দেখা গেছে বিষয়টি মিথ্যা। তার পরও তাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’
মানুষ রাগের বশবর্তী হলে কী না করে! সম্প্রতি এক ব্যক্তি তাঁর কন্যার স্কুলশিক্ষকের আঙুল কামড়ে ছিঁড়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া জেলার। অভিযুক্ত ব্যক্তির নাম জগন্নাথ সাহু এবং ভুক্তভোগী শিক্ষকের নাম মহেন্দ্র সিং। ঘটনার পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে।
সাগুর পরিবারের সদস্যদের দাবি, গত শুক্রবার জগন্নাথ সাহু জানতে পারেন, তাঁর কন্যার স্কুলের শিক্ষক কন্যাকে বেশ মারধর করেছেন এবং তাকে দিয়ে স্কুলের আঙিনা পরিষ্কার করিয়ে নিয়েছেন। এদিকে সাহুর পরিবার সাহুর মুক্তির দাবিতে অনশনে বসেছে এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সাহুর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে স্কুলে গেলে তাকে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করতে বলেন মহেন্দ্র সিং। কিন্তু তা করতে অস্বীকার করায় সাহুর মেয়েকে মারধর করেন মহেন্দ্র। পরে বিষয়টি বাড়িতে গিয়ে সাহুকে জানালে তিনি রাগে ফেটে পড়েন এবং তক্ষুনি স্কুলে গিয়ে মহেন্দ্র সিংয়ের সঙ্গে মুখোমুখি বাদানুবাদে জড়িয়ে পড়েন। খুব দ্রুতই তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে সাহু মহেন্দ্রর ডান হাতের অনামিকার অগ্রভাগ কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে ছিঁড়ে ফেলা অগ্রভাগ মেঝেতে ফেলে দিয়ে সাহু পালিয়ে যান।
ঘটনার পরপরই সিং পুলিশের কাছে মামলা দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সাহু মাঝেমধ্যেই স্কুলে গিয়ে হট্টগোল করতেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার দিন সাহু মাতাল ছিলেন এবং দ্রুত গিয়ে তাঁর আঙুল কামড়ে ছিঁড়ে নেন।
রেওয়ার কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয় সিং পরিহার বলেছেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিচ্ছিন্ন আঙুল আদালতে পেশ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে সাহুকে জেলে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তবে সাহুর পরিবার দাবি করেছিল, ওই শিক্ষক তাদের মেয়েকে মেরেছেন। কিন্তু চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষার পর দেখা গেছে বিষয়টি মিথ্যা। তার পরও তাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৯ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে