২০ হাজার গ্রামবাসীর যাতায়াতে রাস্তা নেই
গ্রামের এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে নেই রাস্তা। কারও বাড়ির পেছন দিয়ে, কখনো উঠোন দিয়ে ও আঙিনা ঘুরে যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের। গ্রামটির অন্তত ১০টি পাড়ার ২০ হাজার মানুষ একটি রাস্তার জন্য বছরের পর বছর পার করছেন।