হয় জিতব, না হয় শিখব...
হয় জিতব, নয় শিখব; ভাঙা রং পেনসিল দিয়েও রং করা যায়; ক্রাইসিসই সাকসেসের জ্বালানি; একটা খারাপ দিন যেতে পারে জীবনটা নয় ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা পার হয়ে শ্যাডো (কলাভবনের পাশে) দিকে যাওয়ার পথে