ভিনিসিউসকে সবাই অসম্মান করে, বলছেন আনচেলত্তি
ভিনিসিউর জুনিয়র খেলতে নামলেই অসম্মানের শিকার হবেন-এটা যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের বর্ণবাদী কটুক্তি তো আছেই, এমনকি বিপক্ষ দলের খেলোয়াড়েরাও তার সঙ্গে বাজে আচরণ করেন। ভিনিসিউসের প্রতি এমন বিরূপ আচরণে অসন্তুষ্ট কার্লোস আনচেলত্তি।