Ajker Patrika

না খেললেও মাঠে ছিলেন চোটগ্রস্ত নেইমার 

না খেললেও মাঠে ছিলেন চোটগ্রস্ত নেইমার 

শুরুর একাদশ তো দূরের কথা, গতকাল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াডে ছিলেন না নেইমার। কেননা গোড়ালির চোটে বেশ ভুগছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে সতীর্থদের খেলা দেখতে মাঠে ছুটে এসেছিলেন নেইমার।

গতকাল পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল নঁতে। পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে বসে পিএসজি-নঁতে ম্যাচ দেখতে দেখা গেছে নেইমারকে। স্ক্র্যাচে ভর দিয়ে সতীর্থদের খেলা দেখতে এসেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নেইমার না খেললেও গতকাল বড় ব্যবধানে জিতেছে পিএসজি। নঁতেকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজির হয়ে গোল করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও দানিলো পেরেইরা। একটি গোল প্রতিপক্ষের থেকে উপহার পেয়েছেন প্যারিসিয়ানরা।

লিগ ওয়ানে লিলের বিপক্ষে গত ১৯ ফেব্রুয়ারী পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। ম্যাচের ৪৮ মিনিটে নেইমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেছিলেন লিলের মিডফিল্ডার বেনজামিন আন্দ্রে। গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজির এই ফরোয়ার্ডকে। নেইমার এরপর ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ থেকে। আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনাতে হবে বায়ার্ন-পিএসজি শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত