গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। এবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখনো ২১ দিনের মতো বাকি থাকলেও নেইমারের সেরে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’
প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস। ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শেষ আটে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা)
ডিফেন্ডার: আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা)
ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)
গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। এবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখনো ২১ দিনের মতো বাকি থাকলেও নেইমারের সেরে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’
প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস। ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শেষ আটে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা)
ডিফেন্ডার: আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা)
ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৬ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে