গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। এবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখনো ২১ দিনের মতো বাকি থাকলেও নেইমারের সেরে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’
প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস। ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শেষ আটে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা)
ডিফেন্ডার: আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা)
ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)
গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। এবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ র্যামন মেনেজেস।
তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখনো ২১ দিনের মতো বাকি থাকলেও নেইমারের সেরে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’
প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস। ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শেষ আটে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে সেলেসাওদের।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা)
ডিফেন্ডার: আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা)
ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে