আল হিলালই তাহলে নেইমারের পরবর্তী ঠিকানা
তারকাশূন্য হয়ে পড়ছে ইউরোপীয় ফুটবল। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা ফুটবলাররা ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য মুলুকে। মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এবং সৌদি আরবের আল নাসরে খেলছেন রোনালদো। নেইমারও এখন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ‘যাই যাই’ করছেন।