Ajker Patrika

নাপোলিকে শিরোপা জেতানো কোচ এবার ইতালির দায়িত্বে 

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৮: ১৯
নাপোলিকে শিরোপা জেতানো কোচ এবার ইতালির দায়িত্বে 

লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব। 

স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’ 

ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি। 

স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত