লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব।
স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’
ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি।
স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব।
স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’
ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি।
স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
১ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
১ ঘণ্টা আগেমেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ ঘণ্টা আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২ ঘণ্টা আগে