লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব।
স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’
ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি।
স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
লুসিয়ানো স্পালেত্তির অধীনে গত মৌসুমে সিরি আ জিতেছিল নাপোলি, যা ছিল ইতালিয়ান ক্লাবটির দীর্ঘ ৩৩ বছর পর সিরি আ জয়। এবার তিনিই পেয়েছেন ইতালির প্রধান কোচের দায়িত্ব।
স্পালেত্তিকে ইতালির প্রধান কোচের দায়িত্বে নিয়োগ দেওয়ার কথা গতকাল জানিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এফআইজিসি সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের ভালো একজন কোচের দরকার ছিল। তিনি যে রাজি হয়েছেন, তাতে আমি খুব খুশি। ইতালির জন্য সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা কাটিয়ে উঠতে তার আগ্রহ, দক্ষতা বেশ কাজে দেবে।’
ইতালির প্রধান কোচের পদ থেকে গত রোববার পদত্যাগ করেছেন রবার্তো মানচিনি। ২০২৬ এর জুন পর্যন্ত মানচিনির সঙ্গে ইতালির চুক্তি থাকলেও আগেভাগেই দায়িত্ব ছেড়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপের পর ইতালির কোচ হয়েছিলেন মানচিনি। তাঁর অধীনে ২০২১ সালে ইউরো জিতেছিল ইতালি। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ইতালি উঠতে ব্যর্থ হয়। ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় আজ্জুরিরা। মানচিনির জায়গায় গতকাল স্থলাভিষিক্ত হয়েছেন স্পালেত্তি।
স্পালেত্তির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ৯৯৯ ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন ৫১৭ ম্যাচে, ২৩৭ ম্যাচে ড্র করেছেন ও এবং হেরেছেন ২৪৫ ম্যাচে। নাপোলি, ইন্টার মিলান, উদিনেস, সাম্পদোরিয়ার মতো ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে